Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


সাম্পতিক কর্মকাণ্ড

সাম্পতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

গণযোগাযোগ ও আন্তঃব্যাক্তিক যোগাযোগের মাধ্যমে তথ্যসেবা প্রদান করে উন্নয়নমূখী জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণকে উদ্বুদ্ধ করা গণযোগাযেঘ অধিদপ্তরের মাঠ পর্যায়ের তথ্য অফিসের মূর দায়িত্ব। বিগত ৩ বছরে জেলায় জনসচেতনতামূলক  ৪৪৫ টি চলচ্চিত্র প্রদর্শণী, ১৩২ টি উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান,  ১২০ টি উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক/কমিউনিটি সভা, সড়কে ৬০৮টি জনগুরুত্বপূরণ বার্তা/কথামালা প্রচার এবং আর্থসামাজিক ইস্যুতে ৪১টি আলোচনাসভা/মতবিনিময় সভা,মহিলা সমাবেশ ও শিশুমেলা /সমাবেশ সম্পাদন করা হয়েছে। যাতে সর্বমোট ৭,০০,০০০ সংখ্যক দর্শক সমাগম হয়েছে। এছাড়া ৭২৬টি পিএই (শব্দযন্ত্র) প্রদান এবং ১,৯৪,৮০০ কপি পোষ্টার/লিফলেট/বুকলেট/পুস্তিকা/সাময়িকি বিতরণ করা হয়েছে।  

২০২০-২১ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ : 

  • সড়কে ১৮০ ইউনিট জনগুরুত্বপূর্ণ বার্তা প্রচার
  • ১৬০ টি জনসচেতনতামূলক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অথবা বার্তাবহুল ফেস্টুন জনবহুল স্থানে স্থাপন
  • ১৭টি আলোচনা সভা/মতবিনিময় সভা, মহিলা সমাবেশ ও শিশুমেলা/সমাবেশ আয়োজন অথবা ভার্চুয়াল সভা আয়োজন/পিভিসি ডিসপ্লে বোর্ড স্থাপন
  • ১৫টি উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক আয়োজন (সাধারণভাবে ৮টি,  ভিডিও কলের মাধ্যমে ৭টি)
  • ২৫টি উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান আয়োজন/রেকর্ডকৃত সংগীত প্রচার 
  • ৫০টি সচেতনতামূরক বর্তা/চিত্র/কনটেন্টস অনলাইনে প্রচার