Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জ

গণযোগাযোগ অধিদপ্তর

সিটিজেন চার্টার

  • গণযোগাযোগ অধিদপ্তর সরকারের তথ্য মন্ত্রণালয়ের একটি প্রচারধর্মী সেবামূলক প্রতিষ্ঠান
  • দেশের 64টি জেলা ও 4টি উপজেলাসহ মোট 68টি তথ্য অফিসের মাধ্যমে এ অধিদপ্তরের কর্মসূচি ও নীতি সম্পর্কে দেশের জনসাধারণকে অবহিত, শিক্ষিতি ও উদ্বুদ্ধকরে দেশির উন্নয়নে সম্পৃক্ত করে।
  • বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুতে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও সুনির্দিষ্ট প্রচার কৌশল অবলম্বন করে এডভোকেসি প্রোগ্রাম বাস্তবায়নে এ অধিদপ্তর ও জেলা জেলা তথ্য অফিস জনসাধরণকে সেবা প্রদান করে থাকে।
  • গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের  গ্রাহক:
  • গ্রামীণ কৃষক,মহিলা এবং শিশুসহ দেশব্যাপী তৃণমূল পর্যায়ে সুবিধা বঞ্চিত এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর বিশাল জনগোষ্ঠী গণযোগাযোগের গ্রাহক।
  • প্রচারের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রসমূহ:
  • সেবা প্রদানের পদ্ধতি ও কৌশল:
 
  • ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শী
  • সেমিনার/মহিলা সমাবেশ/কমিউনিটি সভা
  • শিশু কিশোর ও নারী মেলা
  • খন্ড সমাবেশ
  • অশ্লীলতা বন্ধে সিনেমা হল পরির্শন
  • উদ্বুদ্ধরণ লোক সংগীতানুষ্ঠান
  • আলোচনা সভা ও উঠান বৈঠক
  • কথামালা প্রচার (মাইকিং)
  • শব্দযন্ত্র স্থাপন
  • জনমত প্রতিবেদন
 
  • জনগণ কি ভাবে উপকৃত হবে :
  • জনগণের জীবন উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে সম্পর্কে অধিদপ্তরের প্রচার কৌশণ প্রদর্শনের মাধ্যমে অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের দক্ষ কর্মচারীবৃন্দ তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে  উদ্বুদ্ধুকরণ এর মাধ্যমে সাধারণ মানুষ জীবন মান উন্নয়নে শিক্ষা লাভ করে থাকেন।
  • কিভাবে সেবা পাওয়া যায়:
  • গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি গণমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি লিডারদের অন্তর্ভূক্ত করা হয়। তাদের মাধ্যমে অথবা সরাসরি গণযোগাযোগ অধিদপ্তর বা জেলা তথ্য অফিসসমূহে যোগাযোগ করে সাধারণ মানুষ এ অধিদপ্তরের সেবা গ্রহণ করতে পারেন।
 
  • শিশু ও নারী শিক্ষা
  • শিশু ও নারী অধিকার
  • জন্মনিয়ন্ত্রণ ও জন্ম নিবন্ধন
  • নিরাপদ মাতৃত্ব
  • টিকাদা কর্মসূচি
  • স্যানিটেশন
  • বার্ড ফ্লু প্রতিরোধ
  • নির্বাচন প্রচার
  • করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত প্রচার
  • নারী ও পুরুষের বৈষম্যরোধ
  • বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ
  • এইচআইভি/এইডস প্রতিরোধ
  • মাদকের অপব্যবহার রোধ
  • বৃক্ষরোপন
  • আত্ম ও নতুন কর্মসংস্থান সৃষ্টি
  • সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার
 
       

 

*মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্ত             *সেবা গ্রহণের ক্ষেত্র যোগাযোগের মাধ্যম ঠিকানা:

 ফোনঃ ০২–৯৩৪৭০০৫                                      তথ্য ও ডকুমেন্টশন অফিসার                                          * জেলা তথ্য অফিসার,সিরাজগঞ্জ

                                                               ফোনঃ ০২–৯৩৬১৩৫৮                                                        ফোন : ০৭৫১-৬২১৯৬