সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের জন্য নিজস্ব ভবনে নির্মাণ ও একই স্থান থেকে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ নির্ভর সার্বজনীন, দ্রুত, সহজলভ্য, ব্যবসাশ্রয়ী, ও মানসম্মত তথ্য সেবা প্রদান করা ।
জেলা তথ্য অফিস বর্তমান সরকারের সাড়ে ৮ বছরে বিভিন্ন কর্মসূচি আওতায় বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ, যৌতুক নিরোধ, শিশু ও নারী পাচার রোধ, ইভটিজিং, মা ও শিশু স্বাস্থ্য, স্যানিটেশন, সবার জন্য নিরাপদ পানি, সবার জন্য বিদ্যুৎ ইত্যাদি ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলার বিভিন্ন উপজেলায় ও প্রত্যন্ত এলাকায় নানা রকম প্রচার কৌশলে চলচ্চিত্র প্রর্দশন ২৮৭০টি, সংগীতানুষ্ঠান ৬৬০টি, পথ প্রচার ১২৫০ টি, পিএই কভারেজ ৮৫৩০টি, ওরিয়েন্টেশন কর্মশালা ১৯টি, আলোচনা সভা ৩৬টি, উঠান-বৈঠক ৭০টি, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উঠান-বৈঠক ২৭টি, মহিলা সমাবেশ ৪৭টি, প্রেসব্রিফিং ২৫টি, শিশু মেলা ৩টি, রচনা প্রতিযোগিতা ৩টি, ক্ষুদ্র ও খন্ড সমাবেশ ৯৭টি, অনলাইনে প্রচার ২৬টি ও র্যালী ৬টি আয়োজন বাস্তবায়ন করেছে। এছাড়াও ৩,৫২,৮৩১ কপি পোস্টার/পুস্তিকা/লিফলেট বিতরণ স্থাপন এবং ৪৭ বার সিনেমা হল পরিদর্শন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS