Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


ঘটনাপুঞ্জ

সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের জন্য নিজস্ব ভবনে নির্মাণ একই স্থান থেকে তথ্য প্রযুক্তি যোগাযোগ নির্ভর সার্বজনীন, দ্রুত, সহজলভ্য, ব্যবসাশ্রয়ী, মানসম্মত তথ্য সেবা প্রদান করা

জেলা তথ্য অফিস বর্তমান সরকারের সাড়ে ৮ বছরে বিভিন্ন কর্মসূচি আওতায় বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ, যৌতুক নিরোধ, শিশু ও নারী পাচার রোধ, ইভটিজিং, মা ও শিশু স্বাস্থ্য, স্যানিটেশন, সবার জন্য নিরাপদ পানি, সবার জন্য বিদ্যুৎ ইত্যাদি ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলার বিভিন্ন উপজেলায় ও প্রত্যন্ত এলাকায় নানা রকম প্রচার কৌশলে  চলচ্চিত্র প্রর্দশন ২৮৭০টি, সংগীতানুষ্ঠান ৬৬০টি, পথ প্রচার ১২৫০ টি, পিএই কভারেজ ৮৫৩০টি, ওরিয়েন্টেশন কর্মশালা  ১৯টি, আলোচনা সভা ৩৬টি, উঠান-বৈঠক ৭০টি, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উঠান-বৈঠক ২৭টি, মহিলা সমাবেশ ৪৭টি, প্রেসব্রিফিং ২৫টি, শিশু  মেলা ৩টি, রচনা প্রতিযোগিতা ৩টি, ক্ষুদ্র ও খন্ড সমাবেশ ৯৭টি, অনলাইনে প্রচার ২৬টি ও  র‌্যালী ৬টি আয়োজন বাস্তবায়ন করেছে। এছাড়াও ৩,৫২,৮৩১  কপি পোস্টার/পুস্তিকা/লিফলেট  বিতরণ স্থাপন এবং ৪৭ বার সিনেমা হল পরিদর্শন করা হয়েছে।